১৫৮ (sara nishi chhilem shuye)

          সারা নিশি ছিলেম শুয়ে   বিজন ভুঁয়ে

আমার  মেঠো ফুলের পাশাপাশি,

তখন   শুনেছিলেম তারার বাঁশি॥

যখন    সকালবেলা খুঁজে দেখি   স্বপ্নে-শোনা সে সুর একি

আমার  মেঠো ফুলের চোখের জলে   সুর   উঠে ভাসি॥

          এ সুর আমি খুঁজেছিলেম রাজার ঘরে,

          শেষে ধরা দিল ধরার ধূলির 'পরে।

এ যে   ঘাসের কোলে আলোর ভাষা   আকাশ-হতে-ভেসে-আসা--

এ যে   মাটির কোলে মানিক-খসা হাসিরাশি॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1328

রচনাকাল (খৃষ্টাব্দ): 1921

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.