৬ (purnachader mayay aji)

   পূর্ণচাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভোলে,

যেন   সিন্ধুপারের পাখি তারা,   যা য়   যা য়   যায় চলে॥

   আলোছায়ার সুরে   অনেক কালের সে কোন্‌ দূরে

            ডাকে   আ য়   আ য়   আয় ব'লে॥

   যেথায় চলে গেছে আমার হারা ফাগুনরাতি

   সেথায় তারা ফিরে ফিরে খোঁজে আপন সাথি।

আলোছায়ায় যেথা   অনেক দিনের সে কোন্‌ ব্যথা

            কাঁদে   হা য়   হা য়   হায় ব'লে॥

রাগ: খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1328

রচনাকাল (খৃষ্টাব্দ): 1921

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.