৬০ (ei shraboner buker bhitor)

এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে।

সেই আগুনের   কালোরূপ যে   আমার চোখের 'পরে নাচে॥

ও তার   শিখার জটা ছড়িয়ে পড়ে   দিক হতে ওই দিগন্তরে,

তার   কালো আভার কাঁপন দেখো তালবনের ওই গাছে গাছে॥

বাদল-হাওয়া পাগল হল সেই আগুনের হুহুঙ্কারে।

দুন্দুভি তার বাজিয়ে বেড়ায় মাঠ হতে কোন্‌ মাঠের পারে।

ওরে,   সেই আগুনের পুলক ফুটে   কদম্ববন রঙিয়ে উঠে,

সেই আগুনের বেগ লাগে আজ আমার গানের পাখার পাছে॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ ভাদ্র, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩১ অগাস্ট, ১৯২১

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.