১৯ (boishakher oi bhorer)

   বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ।

   আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ॥

          স্বপ্নশেষের বাতায়নে   হঠাৎ-আসা ক্ষণে ক্ষণে

          আধো-ঘুমের-প্রান্ত-ছোঁওয়া বকুলমালার গন্ধ॥

বৈশাখের এই ভোরের হাওয়া বহে কিসের হর্ষ,

যেন রে সেই উড়ে-পড়া এলো কেশের স্পর্শ।

          চাঁপাবনের কাঁপন-ছলে লাগে আমার বুকের তলে

          আরেক দিনের প্রভাত হতে হৃদয়দোলার স্পন্দ॥

রাগ: মিশ্র পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1329

রচনাকাল (খৃষ্টাব্দ): 1922

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.