২১৪ (baki ami rakhbo na kichhui)

            বাকি আমি রাখব না কিছুই--

          তোমার চলার পথে পথে    ছেয়ে দেব ভূঁই॥

ওগো    মোহন, তোমার উত্তরীয়    গন্ধে আমার ভরে নিয়ো,

          উজাড় করে দেব পায়ে    বকুল বেলা জুঁই॥

          দখিনসাগর পার হয়ে-যে    এলে পথিক তুমি।

আমার  সকল দেব অতিথিরে    আমি বনভূমি।

আমার  কুলায়-ভরা রয়েছে গান,    সব তোমারেই করেছি দান--

          দেবার কাঙাল করে আমায়    চরণ যখন ছুঁই॥

রাগ: খাম্বাজ-কীর্তন

তাল: দাদরা-খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): ২২ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ৫ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.