১৮৩ (uriye dhwaja abhrabhedi pathe)

          উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে

          ওই-যে তিনি, ওই-যে বাহির পথে ॥

আয় রে ছুটে, টানতে হবে রশি--

ঘরের কোণে রইলি কোথায় বসি!

ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে

                   ঠাঁই ক'রে তুই নে রে কোনোমতে ॥

          কোথায় কী তোর আছে ঘরের কাজ

          সে-সব কথা ভুলতে হবে আজ।

টান্‌ রে দিয়ে সকল চিত্তকায়া,

টান্‌ রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া,

চল্‌ রে টেনে আলোয় অন্ধকারে

                   নগর-গ্রামে অরণ্যে পর্বতে ॥

          ওই-যে চাকা ঘুরছে রে ঝন্‌ঝনি,

          বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি?

রক্তে তোমার দুলছে না কি প্রাণ?

গাইছে না মন মরণজয়ী গান?

আকাঙক্ষা তোর বন্যাবেগের মতো

          ছুটছে না কি বিপুল ভবিষ্যতে?।

রাগ: ভৈরবী-ভৈরব

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ আষাঢ়, ১৩১৭

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

রচনাস্থান: গোরাই, জানিপুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.