১৪৩ (sakal sajhe dhay je ora)

                   সকাল-সাঁজে

          ধায় যে ওরা নানা কাজে ॥

আমি কেবল বসে আছি,   আপন মনে কাঁটা বাছি

          পথের মাঝে   সকাল-সাঁজে ॥

                   এ পথ বেয়ে

          সে আসে, তাই আছি চেয়ে।

কতই কাঁটা বাজে পায়ে,   কতই ধুলা লাগে গায়ে--

          মরি লাজে   সকাল-সাঁজে ॥

রাগ: ইমন-বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৪ চৈত্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.