৫৯৮ (peyechhi chhuti biday deha)

        পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই--

        সবারে আমি প্রণাম করে যাই॥

ফিরায়ে দিনু দ্বারের চাবি    রাখি না আর ঘরের দাবি,

        সবার আজি প্রসাদবাণী চাই॥

        অনেক দিন ছিলাম প্রতিবেশী,

        দিয়েছি যত নিয়েছি তার বেশি।

প্রভাত হয়ে এসেছে রাতি,    নিবিয়া গেল কোণের বাতি--

        পড়েছে ডাক চলেছি আমি তাই॥

রাগ: রামকেলী

তাল: ঝম্পক

রচনাকাল (বঙ্গাব্দ): ৯ বৈশাখ, ১৩১৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1912

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.