১৩৫ (nisha abasane ke dila gopane)

নিশা-অবসানে কে দিল গোপনে আনি

তোমার বিরহ-বেদনা-মানিকখানি ॥

          সে ব্যথার দান রাখিব পরানমাঝে--

          হারায় না যেন জটিল দিনের কাজে,

                   বুকে যেন দোলে সকল ভাবনা হানি ॥

চিরদুখ মম চিরসম্পদ হবে,

চরম পূজায় হবে সার্থক কবে।

          স্বপনগহন নিবিড়তিমিরতলে

          বিহ্বল রাতে সে যেন গোপনে জ্বলে,

                   সেই তো নীরব তব আহ্বানবাণী ॥

রাগ: মিশ্র রামকেলী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ অগ্রহায়ণ, ১৩৩৪

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৫ ডিসেম্বর, ১৯২৭

রচনাস্থান: কলকাতা

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.