৫৮৭ (maraner mukhe rekhe dure jao)

মরণের মুখে রেখে দূরে যাও দূরে   যাও চলে

আবার ব্যথার টানে নিকটে ফিরাবে ব'লে ॥

        আঁধার-আলোর পারে   খেয়া দিই বারে বারে,

        নিজেরে হারায়ে খুঁজি-- দুলি সেই দোলে দোলে ॥

সকল রাগিণী বুঝি বাজাবে আমার প্রাণে--

কভু ভয়ে কভু জয়ে, কভু অপমানে মানে।

        বিরহে ভরিবে সুরে  তাই রেখে দাও দূরে,

        মিলনে বাজিবে বাঁশি     তাই টেনে আন কোলে ॥

রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৪ আষাঢ়, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ জুন, ১৯২৫

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.