৪৩১ (kotha hate baje prembedana)

কোথা হতে বাজে প্রেমবেদনা রে!

ধীরে ধীরে বুঝি অন্ধকারঘন

হৃদয়-অঙ্গনে আসে সখা মম ॥

সকল দৈন্য তব দূর করো ওরে,

জাগো সুখে ওরে প্রাণ।

সকল প্রদীপ তব জ্বালো রে, জ্বালো রে--

ডাকো আকুল স্বরে "এসো হে প্রিয়তম' ॥

রাগ: দেশ

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1315

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.