৩৮৭ (asa jaoyar majhkhane)

                   আসা-যাওয়ার মাঝখানে

          একলা আছ চেয়ে কাহার পথ-পানে ॥

আকাশে ওই কালোয় সোনায়   শ্রাবণমেঘের কোণায় কোণায়

          আঁধার-আলোয় কোন্‌ খেলা যে কে জানে

                   আসা-যাওয়ার মাঝখানে ॥

শুকনো পাতা ধুলায় ঝরে,  নবীন পাতায় শাখা ভরে।

মাঝে তুমি আপন-হারা, পায়ের কাছে জলের ধারা

          যায় চলে ওই অশ্রু-ভরা কোন্‌ গানে

                   আসা-যাওয়ার মাঝখানে ॥

রাগ: পূরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): জুলাই, ১৯২২

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.