১৫৫ (amar kantha tar dake)

          আমার  কণ্ঠ তাঁরে ডাকে,

          তখন   হৃদয় কোথায় থাকে ॥

যখন    হৃদয় আসে ফিরে   আপন নীরব নীড়ে

আমার  জীবন তখন কোন্‌ গহনে বেড়ায় কিসের পাকে ॥

          যখন    মোহ আমায় ডাকে

          তখন   লজ্জা কোথায় থাকে!

          যখন    আনেন তমোহারী   আলোক-তরবারি

          তখন   পরান আমার কোন্‌ কোণে যে

                             লজ্জাতে মুখ ঢাকে ॥

রাগ: তিলক কামোদ-বাউল

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ অগ্রহায়ণ, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1913

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.