৫১৮ (alo je aj gan kare)

আলো যে আজ গান করে মোর প্রাণে গো

          কে এল মোর অঙ্গনে কে জানে গো ॥

হৃদয় আমার উদাস ক'রে        কেড়ে নিল আকাশ মোরে,

      বাতাস আমায় আনন্দবাণ হানে গো ॥

              দিগন্তের ওই নীল নয়নের ছায়াতে

                        কুসুম যেন বিকাশে মোর কায়াতে।

মোর হৃদয়ের সুগন্ধ যে   বাহির হল কাহার খোঁজে,

          সকল জীবন চাহে কাহার পানে গো ॥

রাগ: ভৈরব

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ আশ্বিন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১ অক্টোবর, ১৯১৪

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.