৪৬ (dukkher jagna anal jwalane)

দুঃখের যজ্ঞ-অনল-জ্বলনে জন্মে যে প্রেম

দীপ্ত সে হেম—

নিত্য সে নিঃসংশয়, গৌরব তার অক্ষয়।

দুরাকাঙ্খার পরপারে বিরহতীর্থে করে বাস

যেথা জ্বলে ক্ষুব্ধ হোমাগ্নিশিখায় চিরনৈরাশ,

তৃষ্ণাদাহনমুক্ত অনুদিন অমলিন রয়।

গৌরব তার অক্ষয়—

অশ্রু-উৎস-জল-স্নান তাপস মৃত্যুঞ্জয়॥

রাগ: মিশ্র ভূপালী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.