৪৪ (chhinno shikol paye niye)

ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি,

যা উড়ে,যা উড়ে,যা রে একাকী।

বাজবে তোর পায়ে সেই বন্ধ,পাখাতে পাবি আনন্দ—

দিশাহারা মেঘ যে গেল ডাকি।

নির্মল দুঃখে যে সেই তো মুক্তি নির্মল শূন্যের প্রেমে।

আত্মবিড়ম্বন দারুন লজ্জা, নিঃশেষে যাক সে থেমে।

দুরাশার মরাবাঁচায় এতদিন ছিলি তোর খাঁচায়—

ধূলিতলে যাবি রাখি॥

রাগ: কাফি

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.