৪২ (o ki kotha balo sokhi)

        ও কী কথা বল সখী,   ছি ছি,   ও কথা মনে এনো না।।

          আজি সুখের দিনে জগত হাসিছে,

            হেরো লো দশ দিশি   হরষে ভাসিছে—

              আজি ও ম্লান মুখ   প্রাণে যে সহে না।

                সুখের দিনে, সখী,   কেন ও ভাবনা ।।

রাগ: গৌড়মল্লার

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১২৯০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1883

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.