৮৮ (malin mukhe phutuk hasi)

               মলিন মুখে ফুটুক হাসি,   জুড়াক দু নয়ন ।

               মলিন বসন ছাড়ো সখী,  পরো আভরণ ।

               অশ্রু-ধোওয়া কাজল-রেখা   আবার চোখে দিক-না দেখা,

               শিথিল বেণী তুলুক বেঁধে   কুসুমবন্ধন ।।

রাগ: কাফি-কানাড়া

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1288

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.