১৪ (ke tumi go khuliyachho)

                কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার

              ঢালিতেছ এত সুখ,  ভেঙে গেল— গেল বুক—

                যেন এত সুখ হৃদে ধরে না গো আর ।

                তোমার চরণে দিনু প্রেম-উপহার—

                না যদি চাও গো দিতে প্রতিদান তার

              নাই বা দিলে তা মোরে,  থাকো হৃদি আলো করে,

                হৃদয়ে থাকুক জেগে সৌন্দর্য তোমার ।।

রাগ: মূলতান

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1288

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.