১২৮ (bahir halem ami apaon)

                   বাহির হলেম আমি আপন ভিতর হতে,

                 নীল আকাশে পাড়ি দেব খ্যাপা হাওয়ার স্রোতে।।

             আমের মুকুল ফুটে ফুটে যখন পড়ে ঝ’রে ঝ’রে

                     মাটির আঁচল ভ’রে ভ’রে–

             ঝরাই আমার মনের কথা ভরা ফাগুন-চোতে।।

                 কোথা তুই     প্রাণের দোসর বেড়াস ঘুরি ঘুরি–

                      বনবীথির আলোছায়ায় করিস লুকোচুরি।

             আমার   একলা বাঁশি পাগলামি তার পাঠায় দিগন্তরে

                          তোমার গানের তরে–

             কবে   বসন্তেরে জাগিয়ে দেব আমাতে আর তোতে।।

রাগ: খাম্বাজ

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): 1346

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.