৫৩ (akada prate kunjatale)

              একদা প্রাতে কুঞ্জতলে    অন্ধ বালিকা

              পত্রপুটে আনিয়া দিল পুষ্পমালিকা।।

              কণ্ঠে পরি অশ্রুজল    ভরিল নয়নে,

              বক্ষে লয়ে চুমিনু তার   স্নিগ্ধ বয়নে।।

              কহিনু তারে, ‘অন্ধকারে    দাঁড়ায়ে রমণী,

              কী ধন তুমি করিছ দান    না জানো আপনি।

              পুষ্পসম অন্ধ তুমি    অন্ধ বালিকা,

              দেখ নি নিজে মোহন কী যে    তোমার মালিকা।’

রাগ: ভৈরবী

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ বৈশাখ, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ ফেব্রুয়ারি, ১৮৯৬

রচনাস্থান: কলিকাতা

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.