৪৭ (aj asbe shyam gokule phiriya)

              আজ   আসবে শ্যাম গোকুলে ফিরে।

              আবার   বাজবে বাঁশি যমুনাতীরে

              আমরা কী করব।   কী বেশ ধরব।

              কী মালা পড়ব।   বাঁচব কি মরব সুখে।

              কী তারে বলব !    কথা কি রবে মুখে।

              শুধু তার   মুখপানে চেয়ে চেয়ে

                    দাঁড়ায়ে   ভাসব নয়ননীরে।।

রাগ: সিন্ধু-খাম্বাজ

তাল: খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): 1296

রচনাকাল (খৃষ্টাব্দ): 1889

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.