৫২ (aji akhi juralo)

আজি আঁখি জুড়াল হেরিয়ে,

মনোমোহন মিলনমাধুরী যুগল মুরতি।

ফুলগন্ধে আকুল করে, বাজে বাঁশরি উদাস স্বরে,

নিকুঞ্জ প্লাবিত চন্দ্রকরে;

তারি মাঝে মনোমোহন মিলনমাধুরী যুগল মুরতি।

আনো আনো ফুলমালা, দাও দোঁহে বাঁধিয়ে।

হৃদয়ে পশিবে ফুলপাশ, অক্ষয় হবে প্রেমবন্ধন।

চিরদিন হেরিব হে

মনোমোহন মিলনমাধুরী যুগল মুরতি।

রাগ: ভীমপলশ্রী-মূলতান

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1295

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.