১২৭ (moder jemon khela)

মোদের    যেমন খেলা তেমনি যে কাজ    জানিস নে কি ভাই।

        তাই    কাজকে কভু আমরা না ডরাই॥

খেলা মোদের লড়াই করা,        খেলা মোদের বাঁচা মরা,

            খেলা ছাড়া কিছুই কোথাও নাই॥

খেলতে খেলতে ফুটেছে ফুল,    খেলতে খেলতে ফল যে ফলে,

            খেলারই ঢেউ জলে স্থলে।

ভয়ের ভীষণ রক্তরাগে                খেলার আগুন যখন লাগে

            ভাঙাচোরা জ্ব'লে যে হয় ছাই॥

রাগ: খাম্বাজ-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1321

রচনাকাল (খৃষ্টাব্দ): 1915

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.