৫ (sajani sajani radhika lo)

সজনি সজনি রাধিকা লো

দেখ অবহুঁ চাহিয়া,

মৃদুলগম শ্যাম আওয়ে

মৃদুল গান গাহিয়া।

পিনহ ঝটিত কুসুমহার,

পিনহ নীল আঙিয়া।

সুন্দরী সিন্দূর দেকে

সীঁথি করহ রাঙিয়া।

সহচরি সব নাচ নাচ

মিলন-গীতি গাও রে,

চঞ্চল মঞ্জীর-রাব

কুঞ্জগগন ছাও রে।

সজনি অব উজার মঁদির

কনকদীপ জ্বালিয়া,

সুরভি করহ কুঞ্জভবন

গন্ধসলিল ঢালিয়া।

মল্লিকা চমেলী বেলি

কুসুম তুলহ বালিকা,

গাঁথ যূথি, গাঁথ জাতি,

গাঁথ বকুল-মালিকা।

তৃষিতনয়ন ভানুসিংহ

কুঞ্জপথম চাহিয়া

মৃদুল গমন শ্যাম আওয়ে,

মৃদুল গান গাহিয়া।

রাগ: বেহাগ-কীর্তন

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.