১ (basanto aolo re)

বসন্ত আওল রে!

  মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরী

কানন ছাওল রে।

  শুন শুন সজনী হৃদয় প্রাণ মম

হরখে আকুল ভেল,

  জর জর রিঝসে দুখ জ্বালা সব

দূর দূর চলি গেল।

      মরমে বহই বসন্তসমীরণ,

মরমে ফুটই ফুল,

   মরমকুঞ্জ'পর বোলই কুহু কুহু

অহরহ কোকিলকুল।

  সখি রে উছসত প্রেমভরে অব

ঢলঢল বিহ্বল প্রাণ,

নিখিল জগত জনু হরখ-ভোর ভই

গায় রভসরসগান।

     বসন্তভূষণভূষিত ত্রিভুবন

কহিছে দুখিনী রাধা,

কঁহি রে সো প্রিয়, কঁহি সো প্রিয়তম,

হৃদিবসন্ত সো মাধা?

ভানু কহত অতি গহন রয়ন অব,

বসন্তসমীর শ্বাসে

   মোদিত বিহ্বল চিত্তকুঞ্জতল

ফুল্ল বাসনা-বাসে।

রাগ: বাহার

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.