রাগ: বেহাগ-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩৩৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1932

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৫৫৬ (man re ore man)

          মন রে ওরে মন,    তুমি    কোন্‌ সাধনার ধন!

          পাই নে তোমায় পাই নে, শুধু খুঁজি সারাক্ষণ ॥

রাতের তারা চোখ না বোজে-- অন্ধকারে তোমায় খোঁজে,

          দিকে দিকে বেড়ায় ডেকে দখিন-সমীরণ ॥

          সাগর যেমন জাগায় ধ্বনি,         খোঁজে নিজের রতনমণি,

তেমনি করে আকাশ ছেয়ে  অরুণ আলো যায় যে চেয়ে--

          নাম ধ'রে তোর বাজায় বাঁশি কোন্‌ আজানা জন ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.