রাগ: বেহাগ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1307

রচনাকাল (খৃষ্টাব্দ): 1901

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

৩২৫ (amal kamal sahaje)

অমল কমল সহজে জলের কোলে আনন্দে রহে ফুটিয়া,

ফিরে না সে কভু "আলয় কোথায়' ব'লে ধুলায় ধুলায় লুটিয়া ॥

          তেমনি সহজে আনন্দে হরষিত

          তোমার মাঝারে রব নিমগ্নচিত,

পূজাশতদল আপনি সে বিকশিত সব সংশয় টুটিয়া ॥

কোথা আছ তুমি পথ না খুঁজিব কভু,   শুধাব না কোনো পথিকে--

তোমারি মাঝারে ভ্রমিব ফিরিব প্রভু,   যখন ফিরিব যে দিকে।

          চলিব যখন তোমার আকাশগেহে

          তোমার অমৃতপ্রবাহ লাগিবে দেহে,

তোমার পবন সখার মতন স্নেহে   বক্ষে আসিবে ছুটিয়া ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.