রাগ: ভৈরব

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২০ অগ্রহায়ণ, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

রচনাস্থান: বোলপুর

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দিনেন্দ্রনাথ ঠাকুর, ভীমরাও শাস্ত্রী

৩১৯ (aloy alokmay kare)

     আলোয়  আলোকময় করে হে এলে আলোর আলো।

     আমার নয়ন হতে আঁধার   মিলালো মিলালো ॥

সকল আকাশ সকল ধরা    আনন্দে হাসিতে ভরা,

     যে দিক-পানে নয়ন মেলি ভালো সবই ভালো ॥

     তোমার আলো গাছের পাতায় নাচিয়ে তোলে প্রাণ।

     তোমার আলো পাখির বাসায় জাগিয়ে তোলে গান।

তোমার আলো ভালোবেসে   পড়েছে মোর গায়ে এসে,

     হৃদয়ে মোর নির্মল হাত বুলালো বুলালো ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.