রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১ বৈশাখ, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ এপ্রিল, ১৯২৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: রমা মজুমদার

২৭৩ (he chiranutan aji e diner)

          হে চিরনূতন, আজি এ দিনের প্রথম গানে

          জীবন আমার উঠুক বিকাশি তোমার পানে ॥

তোমার বাণীতে সীমাহীন আশা,   চিরদিবসের প্রাণময়ী ভাষা--

     ক্ষয়হীন ধন ভরি দেয় মন তোমার হাতের দানে ॥

          এ শুভলগনে জাগুক গগনে অমৃতবায়ু,

          আনুক জীবনে নবজনমের অমল আয়ু।

জীর্ণ যা-কিছু যাহা-কিছু ক্ষীণ   নবীনের মাঝে হোক তা বিলীন--

                   ধুয়ে যাক যত পুরানো মলিন

                        নব-আলোকের স্নানে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.