রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১৩২৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

২৪৩ (tomar dware kena asi)

তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই,   কতই কী চাই--

         দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই ॥

   সে-সব চাওয়া সুখে দুখে   ভেসে বেড়ায় কেবল মুখে,

                     গভীর বুকে

      যে চাওয়াটি গোপন তাহার কথা যে নাই ॥

         বাসনা সব বাঁধন যেন কুঁড়ির গায়ে--

         ফেটে যাবে, ঝরে যাবে দখিন-বায়ে।

একটি চাওয়া ভিতর হতে    ফুটবে তোমার ভোর-আলোতে

                     প্রাণের স্রোতে--

         অন্তরে সেই গভীর আশা বয়ে বেড়াই ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.