রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1317

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

২২১ (bhayete mor aghat kara)

          ভয়েরে মোর আঘাত করো ভীষণ, হে ভীষণ!

          কঠিন করে চরণ-'পরে প্রণত করো মন ॥

বেঁধেছে মোরে নিত্য কাজে   প্রাচীরে-ঘেরা ঘরের মাঝে,

          নিত্য মোরে বেঁধেছে সাজে সাজের আভরণ ॥

এসো হে, ওহে আকস্মিক,   ঘিরিয়া ফেলো সকল দিক,

          মুক্ত পথে উড়ায়ে নিক নিমেষে এ জীবন।

তাহার 'পরে প্রকাশ হোক   উদার তব সহাস চোখ--

          তব অভয় শান্তিময় স্বরূপ পুরাতন ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.