রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩১৭

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

১৬২ (e je mor abharan)

          এ যে মোর আবরণ

          ঘুচাতে কতক্ষণ!

নিশ্বাসবায়        উড়ে চলে যায়

          তুমি কর যদি মন॥

          যদি পড়ে থাকি ভূমে

          ধূলার ধরণী চুমে,

তুমি তারি লাগি          দ্বারে রবে জাগি

          এ কেমন তব পণ॥

          রথের চাকার রবে

          জাগাও জাগাও সবে,

আপনার ঘরে   এসো বলভরে

          এসো এসো গৌরবে।

          ঘুম টুটে যাক চলে,

          চিনি যেন প্রভু ব'লে--

ছুটে এসে দ্বারে    করি আপনারে

          চরণে সমর্পণ ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.