রাগ: সাহানা

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ ভাদ্র, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

রচনাস্থান: বোলপুর

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

১১৮ (dhane jane achhi jaraye hay)

ধনে জনে আছি জড়ায়ে হায়,

তবু জান, মন তোমারে চায়।

অন্তরে আছ হে অন্তর্যামী,

আমা চেয়ে আমায় জানিছ স্বামী--

সব সুখে দুখে ভুলে থাকায়

    জান, মম মন তোমারে চায়।

ছাড়িতে পারি নি অহংকারে,

ঘুরে মরি শিরে বহিয়া তারে,

ছাড়িতে পারিলে বাঁচি যে হায়--

    তুমি জান, মন তোমারে চায়।

যা আছে আমার সকলি কবে

নিজ হাতে তুমি তুলিয়া লবে।

সব ছেড়ে সব পাব তোমায়,

    মনে মনে মন তোমারে চায়।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.