রাগ: কেদারা

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1308

রচনাকাল (খৃষ্টাব্দ): 1902

১১২ (amar bichar tumi karo)

আমার বিচার তুমি করো তব    আপন করে।

দিনের কর্ম আনিনু তোমার    বিচারঘরে ॥

যদি পূজা করি মিছা দেবতার,    শিরে ধরি যদি মিথ্যা আচার,

যদি পাপমনে করি অবিচার    কাহারো 'পরে,

আমার বিচার তুমি করো তব    আপন করে ॥

লোভে যদি কারে দিয়ে থাকি দুখ,    ভয়ে হয়ে থাকি ধর্মবিমুখ,

পরের পীড়ায় পেয়ে থাকি সুখ   ক্ষণেক-তরে--

তুমি যে জীবন দিয়েছ আমায়    কলঙ্ক যদি দিয়ে থাকি তায়,

আপনি বিনাশ করি আপনায়    মোহের ভরে,

আমার বিচার তুমি করো তব    আপন করে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.