রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1325

রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৯৬ (pathrakhana jay jadi jak)

                   পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে--

আছে             অঞ্জলি মোর, প্রসাদ দিয়ে দাও-না পুরে ॥

                   সহজ সুখের সুধা তাহার মূল্য তো নাই,

                   ছড়াছড়ি যায় সে-যে ওই যেখানে চাই--

                   বড়ো-আপন কাছের জিনিস রইল দূরে।

                   হৃদয় আমার সহজ সুধায় দাও-না পুরে ॥

বারে বারে চাইব না আর মিথ্যা টানে

ভাঙন-ধরা আঁধার-করা পিছন-পানে।

          বাসা বাঁধার বাঁধনখানা যাক-না টুটে,

          অবাধ পথের শূন্যে আমি চলব ছুটে।

                   শূন্য-ভরা তোমার বাঁশির সুরে সুরে

                   হৃদয় আমার সহজ সুধায় দাও-না পুরে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.