রাগ: পিলু-ভীমপলশ্রী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৪ চৈত্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: কলকাতার পথে রেলগাড়িতে

স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

৫১ (kenchokher jale bhijiye dilem na)

কেন    চোখের জলে ভিজিয়ে দিলেম না  শুকনো ধুলো যত!

         কে জানিত আসবে তুমি গো   অনাহূতের মতো ॥

তুমি   পার হয়ে এসেছ মরু,   নাই যে সেথায় ছায়াতরু--

         পথের দুঃখ দিলেম তোমায় গো   এমন ভাগ্যহত ॥

তখন  আলসেতে বসে ছিলেম আমি   আপন ঘরের ছায়ে,

          জানি নাই যে তোমায় কত ব্যথা   বাজবে পায়ে পায়ে।

  তবু   ওই বেদনা আমার বুকে   বেজেছিল গোপন দুখে--

          দাগ দিয়েছে মর্মে আমার গো   গভীর হৃদয়ক্ষত ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.