রাগ: ইমন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1320

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

৪৪ (balo to eibarer mato)

               বল তো এইবারের মতো

প্রভু, তোমার আঙিনাতে তুলি আমার ফসল যত ॥

কিছু-বা ফল গেছে ঝরে,     কিছু-বা ফল আছে ধরে,

               বছর হয়ে এল গত--

রোদের দিনে ছায়ায় বসে      বাজায় বাঁশি রাখাল যত ॥

               হুকুম তুমি কর যদি

চৈত্র-হাওয়ায় পাল তুলে দিই--  ওই-যে মেতে ওঠে নদী।

পার ক'রে নিই ভরা তরী,    মাঠের যা কাজ সারা করি,

               ঘরের কাজে হই গো রত--

এবার আমার মাথার বোঝা    পায়ে তোমার করি নত ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.