রাগ: রামকেলী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1321

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৪০ (mor prabhater ei pratham khaner)

মোর          প্রভাতের এই প্রথম খনের কুসুমখানি

তুমি          জাগাও তারে ওই নয়নের আলোক হানি ॥

সে যে         দিনের বেলায় করবে খেলা হাওয়ায় দুলে,

রাতের       অন্ধকারে নেবে তারে বক্ষে তুলে--

ওগো          তখনি তো গন্ধে তাহার ফুটবে বাণী ॥

আমার        বীণাখানি পড়ছে আজি সবার চোখে,

হেরো         তারগুলি তার দেখছে গুনে সকল লোকে।

ওগো          কখন সে যে সভা ত্যেজে আড়াল হবে,

শুধু           সুরটুকু তার উঠবে বেজে করুণ রবে--

যখন          তুমি তারে বুকের 'পরে লবে টানি ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.