রাগ: পিলু

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

২২৯ (na jeyo na jeyo nako)

        না,      যেয়ো না, যেয়ো নাকো।

    মিলনপিয়াসী মোরা--  কথা রাখো, কথা রাখো॥

আজো বকুল আপনহারা    হায় রে,    ফুল ফোটানো হয় নি সারা,

                    সাজি ভরে নি--

                পথিক ওগো, থাকো থাকো॥

            চাঁদের চোখে জাগে নেশা,

        তার    আলো গানে গন্ধে মেশা।

দেখো চেয়ে কোন্‌ বেদনায়    হায় রে    মল্লিকা ওই যায় চলে যায়

                অভিমানিনী--

        পথিক, তারে ডাকো ডাকো॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.