রাগ: খাম্বাজ-পিলু

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

২১৬ (jadi tare nai chini)

যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে

এই নব ফাল্গুনের দিনে--    জানি নে জানি নে॥

সে কি আমার কুঁড়ির কানে    কবে কথা গানে গানে,        

পরান তাহার নেবে কিনে    এই নব ফাল্গুনের দিনে--

                জানি নে, জানি নে॥

    সে কি    আপন রঙে ফুল রাঙাবে।

    সে কি    মর্মে এসে ঘুম ভাঙাবে।  

ঘোমটা আমার নতুন পাতার    হঠাৎ দোলা পাবে কি তার। ,

গোপন কথা নেবে জিনে    এই নব ফাল্গুনের দিনে--

                জানি নে, জানি নে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.