রাগ: মূলতান

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

১০ (nai ros nai)

নাই রস নাই, দারুণ দাহনবেলা।   খেলো খেলো তব নীরব ভৈরব খেলা ॥

     যদি   ঝ'রে পড়ে পড়ুক পাতা,   ম্লান হয়ে যাক মালা গাঁথা,

          থাক্‌ জনহীন পথে পথে   মরীচিকাজাল ফেলা ॥

শুষ্ক ধুলায় খসে-পড়া ফুলদলে   ঘূর্ণী-আঁচল উড়াও আকাশতলে।

     প্রাণ যদি কর মরুসম   তবে তাই হোক-- হে নির্মম,

          তুমি একা আর আমি একা,   কঠোর মিলনমেলা ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.