রাগ: দেশ-মল্লার

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ শ্রাবণ, ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ৮ অগাস্ট, ১৯৩৫

রচনাস্থান: শান্তিনিকেতন

৮৬ (jani jani esechho e)

        জানি জানি এসেছ এ পথে মনের ভুলে।

তাই হোক তবে তাই হোক--এসো তুমি, দিনু দ্বার খুলে॥

এসেছ তুমি যে বিনা আভরণে, মুখর নূপুর বাজে না চরণে--

            তাই হোক ওগো, তাই হোক।

        মোর আঙিনায়    মালতী ঝরিয়া পড়ে যায়--

তব শিথিল কবরীতে নিয়ো নিয়ো তুলে॥

কোনো আয়োজন নাই একেবারে, সুর বাঁধা হয় নি যে বীণার তারে--

            তাই হোক ওগো, তাই হোক।

ঝরো ঝরো বারি ঝরে বনমাঝে আমারই মনের সুর ওই বাজে--

বেণুশাখা-আন্দোলনে আমারই উতলা মন দুলে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.