রাগ: মিশ্র কানাড়া

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩০৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

৫৫ (britha gehechhi bahu gan)

            বৃথা গেয়েছি বহু গান

          কোথা সঁপেছি মন প্রাম!

তুমি তো ঘুমে নিমগন,           আমি জাগিয়া অনুখন।

আলসে তুমি অচেতন, আমারে দহে অপমান।--

            বৃথা গেয়েছি বহু গান।

যাত্রী সবে তরী খুলে              গেল সুদূর উপকূলে,

মহাসাগরতটমূলে        ধূ ধূ করিছে এ শ্মশান।--

কাহার পানে চাহ কবি, একাকী বসি ম্লানছবি।

অস্তাচলে গেল রবি,               হইল দিবা অবসান।--

            বৃথা গেয়েছি বহু গান॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.