রাগ: সরফর্দা

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

২৩ (oki sokha keno more)

ওকি সখা, কেন মোরে কর তিরস্কার!

একটু বসি বিরলে        কাঁদিব যে মন খুলে

তাতেও কী আমি বলো করিনু তোমার।

মুছাতে এ অশ্রুবারি বলি নি তোমায়,

একটু আদরের তরে ধরি নি তো পায়--

তবে আর কেন, সখা, এমন বিরাগ-মাখা

ভ্রূকুটি এ ভগ্নবুকে হানো বার বার

জানি জানি এ কপাল ভেঙেছে যখন

অশ্রুবারি পারিবে না গলাতে ও মন--

পথের পথিকও যদি      মোরে হেরি যায় কাঁদি

তবুও অটল রবে হৃদয় তোমার॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.