রাগ: বাহার

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

১৭ (gelo gelo niye gelo)

গেল গেল নিয়ে গেল এ প্রণয়স্রোতে

'যাব না' 'যাব না' করি   ভাসায়ে দিলাম তরী--

উপায় না দেখি আর এ তরঙ্গ হতে॥

দাঁড়াতে পাই নে স্থান,           ফিরিতে না পারে প্রাণ--

বায়ুবেগে চলিয়াছি সাগরের পথে॥

জানিনু না, শুনিনু না, কিছু না ভাবিনু--

অন্ধ হয়ে একেবারে তাহে ঝাঁপ দিনু।

এত দূর ভেসে এসে     ভ্রম যে বুঝেছি শেষে--

এখন ফিরিতে কেন হয় গো বাসনা।

আগেভাগে, অভাগিনী, কেন ভাবিলি না।

এখন যে দিকে চাই কূলের উদ্দেশ নাই--

সম্মুখে আসিছে রাত্রি, আঁধার করিছে ঘোর।

স্রোত প্রতিকূলে যেতে বল যে নাই এ চিতে,

শ্রান্ত ক্লান্ত অবসন্ন হয়েছে হৃদয় মোর॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.