রাগ: ঝিঁঝিট

তাল: খাম্বাজ

রচনাকাল (বঙ্গাব্দ): 1286

রচনাকাল (খৃষ্টাব্দ): 1880

১০ (o katha bolo na)

ও কথা বোলো না তারে,         কভু সে কপট না রে--

          আমার কপাল-দোষে চপল সেজন।

অধীরহৃদয় বুঝি                    শান্তি নাহি পায় খুঁজি,

          সদাই মনের মতো করে অন্বেষণ।

          ভালো সে বাসিত যবে করে নি ছলনা।

মনে মনে জানিত সে               সত্য বুঝি ভালোবাসে--

          বুঝিতে পারেনি তাহা যৌবনকল্পনা।

          হরষে হাসিত যবে হেরিয়া আমায়,

সে হাসি কি সত্য নয়।             সে যদি কপট হয়

          তবে সত্য বলে কিছু নাহি এ ধরায়।

ও কথা বোলো না তারে--       কভু সে কপট না রে,

          আমার কপাল-দোষে চপল সেজন।

প্রেমমরীচিকা হেরি                ধায় সত্য মনে করি,

          চিনিতে পারে নি সে যে আপনার মন॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.