রাগ: মিশ্র হাম্বীর-কীর্তন

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

৪১ (jiboner kichhu holo na hay)

               জীবনের কিছু হল না হায়--

                    হল না গো হল না হায় হায়।

              গহনে গহনে কত আর ভ্রমিব,নিরাশার এ আঁধারে।

                   শূন্য হৃদয় আর বহিতে যে পারি না,

                   পারি না গো পারি না আর।

             কী লয়ে এখন ধরিব জীবন,দিবস-রজনী চলিয়া যায়--

                   দিবস-রজনী চলিয়া যায়--

             কত কী করিব বলি উঠে বাসনা,

                   কী করিব জানি না গো।

             সহচর ছিল যারা,ত্যেজিয়া গেল তারা;ধনুর্বাণ ত্যেজেছি,

                    কোনো আর নাহি কাজ--

              কী করি কী করি বলি, হাহা করি ভ্রমি গো--

               কী করিব জানি না যে!

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.