রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ আশ্বিন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ অক্টোবর, ১৯১৪

রচনাস্থান: শান্তিনিকেতন

৭৩ (dukkho e nay sukh nahe go)

          দুঃখ এ নয়, সুখ নহে গো– গভীর শান্তি এ যে

          আমার সকল ছাড়িয়ে গিয়ে উঠল কোথায় বেজে।। 

          ছাড়িয়ে গৃহ, ছাড়িয়ে আরাম, ছাড়িয়ে আপনারে

          সাথে করে নিল আমায় জন্মমরণপারে–

                         এল পথিক সেজে।। 

          চরণে তার নিখিল ভুবন নীরব গগনেতে 

          আলো-আঁধার আঁচলখানি আসন দিল পেতে। 

          এত কালের ভয় ভাবনা কোথায় যে যায় সরে,

          ভালোমন্দ ভাঙাচোরা আলোয় ওঠে ভ’রে–

                         কালিমা যায় মেজে।।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.