রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ আশ্বিন, ১৩১২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1905

রচনাস্থান: কলকাতা

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

১৫ (ore bhai mithya bhebo na)

                      ওরে ভাই, মিথ্যা ভেবো না ।

        হবার নয় যা কোনোমতেই হবেই না সে, হতে দেব না ।।

        পড়ব না রে ধুলায় লুটে,  যাবে না রে বাঁধন টুটে— যেতে দেব না ।

          মাথা যাতে নত হবে এমন বোঝা মাথায় নেব না ।।

               দুঃখ আছে, দুঃখ পেতেই হবে—

               যত দূরে যাবার আছে সে তো যেতেই হবে ।

      উপর-পানে চেয়ে ওরে  ব্যথা নে রে বক্ষে ধ’রে— নে রে সকলে ।

          নি:সহায়ের সহায় যিনি বাজবে তাঁরে তোদের বেদনা ।।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.